প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৪, ৪:৩০ অপরাহ্ণ
আগস্ট বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র একনো চলছে: মাওলানা মামুনুল হক
মৌলভীবাজার প্রতিনিধিঃ আগস্ট বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চলছে উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা পাপের ফসল পেয়েছে। পালিয়ে যাওয়ার জন্য দেশে এক ইঞ্চি মাটি পাননি তিনি। সে আকাশে উড়ে গিয়ে নরেন্দ্র মোদির উপর ঝাঁপিয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার শহরের শাহমোস্তফা ঈদগাহ প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন। মামুনুল হক বলেন, শেখ হাসিনার বিদায়ে বাংলার মানুষ মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পারছে। আজ ৫ আগস্ট বিপ্লবের এক মাস পূর্তি হয়েছে। ১৯৭১ সালে রক্ত দিয়ে বৈষম্যের বিরুদ্ধে বাংলার মানুষ সংগ্রাম করেছিল। কিন্তু কিছুদিনের মধ্যে একটি ভিনদেশি দালাল চক্র স্বাধীনতাকে ছিনতাই করেছিল। দেশ স্বাধীন হয়েছিল দেশের মাটিতে কোরআন, সুন্নাহ বিরোধী আইন রচনা না করা কমিটমেন্টের ভিত্তিতে। স্বাধীনতার যুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। ন্যায়, ইনসাফ ও বৈষম্যবিরোধী সমাজ গড়ার প্রত্যয় নিয়ে। কিন্তু বিজয় অর্জিত হওয়ার কিছুদিনের মধ্যে একটি প্রতিবেশী, একটি আধিপত্যবাদী রাষ্ট্র প্রেসক্রিপশনের মাধ্যমে তার দালাল গোষ্ঠীর দ্বারা দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে এক দলীয় সংবিধান চাপিয়ে দিয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত শহীদদের জন্য দোয়া, দেশ বিরোধী ষড়যন্ত্র ও পতিত স্বৈরশাসক ও তার সহযোগী অপরাধিদের বিচারের দাবিতে এই গণসমাবেশের আয়োজন করে মামুনুল হক এর নিজ দল বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনের জেলা সভাপতি মুফতি হাবীবুর রহমান কাসেমী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান হেলাল এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা ও কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মূছা। এছাড়া স্থানীয় নেতাকর্মীরাও সমাবেশে বক্তব্য রাখেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved