প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৮:১২ অপরাহ্ণ
উলিপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন
উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৮ সেপ্টেম্বর) দুপুরে ছাত্র জনতা ও অভিভাবকবৃন্দের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে যমুনা ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা বেগমের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখেন- ইউপি সদস্য আনিসুর রহমান, অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আব্দুর রহিম সরকার, আকবর আলী মিয়াজী প্রমুখ।
এ বিষয়ে প্রধান শিক্ষক শরিফা বেগম তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অভিযোগগুলো ভিত্তিহিন বলে দাবি করেন তিনি।
উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) নার্গিস ফাতিমা তোকদার বলেন, অভিযোগের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved