মৌলভীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশের চা শিল্প এবং শিল্পে নিয়োজিত চা শ্রমিকদের জীবন জীবিকা বিপর্যস্ত, চা শ্রমিক ইউনিয়নের ব্যর্থতা ও মজুরি বৃদ্ধির দাবিতে শ্রীমঙ্গলে চা- শ্রমিক ফেডারেশন বিক্ষোভ সমাবেশ করেছে। শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দরা বলেন, চা শ্রমিকরা এই দেশের সবচেয়ে নিগৃহীত জনগোষ্ঠী। শেখ হাসিনা সরকারের আমলে ২০২২ সালে চা শ্রমিকদের ৩০০টাকা মজুরির দাবিতে আন্দোলনে শেখ হাসিনা সরকার চা শ্রমিকদের মাত্র ৫০ টাকা মজুরি বৃদ্ধি করে ১৭০ টাকা নির্ধারণ করেন। বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে মজুরি ও আনুষাংঙ্গিক সুযোগ সুবিধা বৃদ্ধি, মালিক পক্ষের ব্যর্থতায় বন্ধ এবং রুগ্ন চা বাগানগুলো সরকারিভাবে পরিচালনা করে চা শ্রমিকদের জীবন জীবিকা রক্ষা, চা শ্রমিক ইউনিয়নকে মালিকপক্ষের অনুগত দালাল সিন্ডিকেট মুক্ত করার দাবি জানান।
গত রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্তরে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী। সংগঠনের সাংগঠনিক সম্পাদক কিরন শুক্ল বৈদ্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক ও চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা এডভোকেট মঈনুর রহমান মগনু, হাইকোর্টের আইনজীবী ও উপদেষ্টা এডভোকেট আবুল হাসান, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, অর্থ সম্পাদক প্রেম কুমার পাল, সদস্য ময়না রাজভর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সভাপতি বিশ্বজিৎ নন্দী, মৌলভী চা বাগানের শ্রমিক নেতা দীপচান তেলি, মাথিউড়া চা বাগানের আবুল কালাম আজাদ, লালন রাজভর, ধলই চা বাগানের উজ্জ্বল কৈরি, মিরতিংগা চা বাগানের ইমরান নাজির প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved