হিলি( দিনাজপুর) প্রতিনিধিঃ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক দিন সাধারণ ছুটির পর হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
দেশের বৃহত্তম দিনাজপুরের হিলি স্থল বন্দর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ভারত ও বাংলাদেশের মধ্যে পন্য আমদানি -রপ্তানি কার্যক্রম ১৬ সেপ্টেম্বর সোমবার ১দিন বন্ধ থাকার পর ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে পনামা হিলি পোর্ট লিঙ্ক লিমিটেড বন্দর অভ্যন্তরে পন্য লোড আনলোড সহ সকল ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
হিলি কাষ্টমস সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান জানান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক দিন সাধারণ ছুটি থাকায় গত ১৬ সেপ্টেম্বর সোমবার একদিন সকাল থেকে এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি সহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল আজ ১৭ সেপ্টেম্বর মঙ্গল বার সকাল থেকে আমদানি রপ্তানি সহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক ভাবে চালু হয়েছে।
এদিকে হিলি বন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু আছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্ট ধারী যাত্রীরা স্বাভাবিক যাতায়াত করছেন। বর্তমানে পাসপোর্টযাত্রী অন্য সময়ের চেয়ে বৃদ্ধিহয়েছে বলে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফ জানান।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved