প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:১২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ণ
উলিপুরে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও গবাদি পশু পুড়ে ছাই, ক্ষতি ছয়লাখ টাকার
উলিপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে তিনটি বসত ঘর, আসবাবপত্রসহ, দুইটি গরু ও দুইটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। ছয়লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারটি জানিয়েছে।
জানা গেছে, বুধবার রাতে ওই এলাকার আবুল হোসেনের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গোয়াল ঘরে আগুনের সূত্রপাত হয়। গোয়াল ঘরে পাটকাঠি মজুত থাকায় আগুন দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেক চেষ্টা করে উলিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই গোয়াল ঘর, বসতবাড়ি, আসবাবপত্র, ধান-চালসহ অন্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত আবুল হোসেনের স্ত্রী জোবেদা বেগম জানান, অগ্নিকাণ্ডে তার পরিবার নিঃস্ব হয়ে গেছে। খাওয়া ও পরার মত কোনো কিছুই নাই।
উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন লিডার আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।
উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান বলেন, ঘটনাটি দুঃখজনক। পরিবারটিকে সহযোগিতা করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved