প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৯:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৩, ৫:৩৪ অপরাহ্ণ
গোবিন্দগঞ্জে আগুনে পুড়ল ধানসহ ২০ লাখ টাকার মালামাল
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিল্পাঞ্চলখ্যাত মহিমাগঞ্জের একটি চালকলের গুদামঘরে আগুন লেগে ১২০০ মণ ধান পুড়ে গেছে। আগুনে গুদামের কয়েকটি ঘরে রক্ষিত ধান ছাড়াও চালকলের বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
বুধবার (১৭ মে) দিবাগত রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন চালকলের মালিক।
জানা গেছে, জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের গোপালপুর এলাকার সততা চালকলের মূল গুদামের বাইরে অস্থায়ী কয়েকটি ঘরে চাল উৎপাদনের জন্য অতিরিক্ত ১ হাজার ২০০ মণ ধান মজুদ রাখা হয়। বুধবার (১৭ মে) দিবাগত রাত ২টার দিকে হঠাৎ করে একটি গুদামে আগুন ধরে যায়। এ সময় শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেস্টা করেন। পরে পার্শ্ববর্তী বগুড়া জেলার সোনাতলা ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকটি ঘরে রাখা রক্ষিত ১২০০ মণ ধানসহ চাউল কলের বিভিন্ন মালামাল সম্পূর্ণরূপে পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সততা চাউলকলের মালিক তহমিনা বেগম।
সোনাতলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রউফ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved