মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। এ ঘটনার পর বদলে গেছে দেশের প্রেক্ষাপট। রাজনৈতিক পালাবদলের হাওয়া প্রতিটি অঙ্গনে লেগেছে। গণ-অভ্যুত্থানের পর থেকে আড়ালে চলে যান চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার দেখা নেই বললেই চলে। মাঝে মাঝে ফেসবুকে নিজের ছবি পোস্ট করতে দেখা যায়। কখনো কখনো সমকালীন ঘটনারও কিছু ছবি কেবল শেয়ার করেন এই অভিনেত্রী। তবে কোনো বিষয় নিয়ে টুঁ শব্দ করতে দেখা যায়নি তাকে। এসব বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চর্চিত নুসরাত ফারিয়া। হঠাৎ নীরবতা ভেঙে এ অভিনেত্রী জানালেন তার ভয় হয়।
গত বৃহস্পতিবার নুসরাত ফারিয়া তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এ অভিনেত্রী বলেন, ‘মানুষ হিসেবে আমাদের বোধশক্তির অবক্ষয় এতটাই প্রখর, আমার ভয় হয়। দিন দিন ভালো-মন্দ বিবেচনার শক্তি হারিয়ে যাচ্ছে।’
মস্তিষ্ক সিন্দুকে বন্দি না করার আহবান জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘প্রতিনিয়ত যা দেখছেন তা কতটুকু সত্যি আর মিথ্যা এটা বোঝার ক্ষমতা হারিয়ে ফেলবেন না। মস্তিষ্কটাকে সিন্দুকে বন্ধ করে শুধু চোখ দিয়ে উপভোগ না করে, মানুষ হিসেবে পর্যবেক্ষণ করার ক্ষমতাকে ফিরিয়ে আনার চেষ্টা করি আমরা। খুব কঠিন হবে না আশা করি।’ নুসরাত ফারিয়ার অনুরাগীরা তার ভাবনার সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করছেন। সঞ্চালক আব্দুন নূর তুষার লেখেন, ‘এই ফারিয়াকে আমি চিনি।’ জবাবে ফারিয়া লেখেন, ‘আমিই সেই ফারিয়া।’ তবে ঠিক কী কারণে ফারিয়ার এমন পোস্ট তা নিয়ে কিছু লেখেননি। তবে সম্প্রতি চর্চায় আছেন এ ঢালিউড অভিনেত্রী। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ পলকের সঙ্গে নাম জড়িয়ে কটাক্ষ করা হচ্ছে তাকে। ধারণা করা হচ্ছে সেসবে বিরক্ত প্রকাশ করেই এমন পোস্ট অভিনেত্রীর।
২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নুসরাত ফারিয়ার। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’ ভারতের পশ্চিমবঙ্গের ছবিতে কাজ করেছেন তিনি। বাংলাদেশে তার অভিনীত ছবি ‘শাহেনশাহ’।
এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন। সিনেমার পাশাপাশি মিউজিক ভিডিও এবং আইটেম গানেও দেখা গেছে তাকে। ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগালের নির্দেশনায় কাজ করেছিলেন নুসরাত ফারিয়া।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved