প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৫:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৪, ৪:৫২ অপরাহ্ণ
লালমনিরহাট নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মীর স্হায়ী বহিষ্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট নির্বাহী ম্যাজিস্টেট তাবাসসুম তাপসী উর্মীর স্হায়ী বহিষ্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
লালমনিরহাট নির্বাহী মাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মী কতৃক সোস্যাল মিডিয়ায়--
গণবিরোধী বক্তব্য ও ফেসবুকে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদসহ শহীদের অবমাননা ও ডঃ ইউনুস সরকারের বিভিন্ন বিষয়ে বিরুপ মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪ ইং তারিখ সকাল ৯ টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশীল সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ওই দিন
সকাল ৯ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। উক্ত
মানববন্ধনে আলেম ওলামা, পেশাজীবি, শিক্ষকসহ সকল স্তরের সর্বসাধারণ অংশ গ্রহণ করেছে। এ সময় সচেতন নাগরিক এর পক্ষে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু তিনি ওই ম্যাজিস্ট্রেট এর স্হায়ী বহিষ্কার ও শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ৩ টি দাবি উল্লেখ করা হয়েছে । সে গুলো হলেন ১। উর্মীকে স্হায়ী বহিষ্কার। ২। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। ৩। উর্মীর কর্মকান্ডে সহায়তাকারী ও ষড়যন্ত্রকারী ব্যক্তিদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved