প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৬:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৩, ৮:০৩ অপরাহ্ণ
গাইবান্ধায় বিদ্যালয়’র বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃপিছিয়ে ও ঝড়িয়ে পড়া শিক্ষার্থীদের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে কমিউনিটি ম্যানেজমেন্ট সেন্টার ( সিএমসি)। সিএমসি ২০০৪ সালে ব্রাক শিক্ষা চালু করে। এরপর থেকে গ্রামের ভিক্ষুকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে মুরগী কিনে দেয়া সহ বিভিন্ন উদ্যোগ করে। এতে করে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন এর রঘুনাথপুর গ্রামের শেষ বাড়ি স্থানে আনন্দদায়ক শিশু শিক্ষা প্রকল্পের প্রাক বিদ্যালয় প্রতিষ্ঠা ও কিশোর কিশোরীদের স্বাস্থ্য শিক্ষার উন্নয়নে কাজ করছেন।
বৃহস্পতিবার সকালে আনন্দদায়ক শিশু শিক্ষা প্রকল্পের অধিনে প্রাক বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রোগ্রাম ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রোগ্রামে ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।
শিশুদের জন্য বিশ্বব্যাপী ইউএসএ আয়োজনে এবং কমিউনিটি ম্যানেজমেন্ট সেন্টার বাস্তবায়নে বার্ষিক ক্রীড়া প্রোগ্রাম এ ব্যাঙ দৌড়, দৌড়, যেমন খুশী তেমন সাজ, শেখ হাসিনার বক্তব্য, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন, কবিতা আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গাইবান্ধা সদর উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দীন শাহ পলাশ।
বক্তব্য রাখেন- কমিউনিটি ম্যানেজমেন্ট সেন্টার প্রধান নির্বাহী আমিনুল ইসলাম সর্দার, গাইবান্ধা প্রেসক্লাব এর সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা, সাপ্তাহিক পলাশবাড়ি পত্রিকার সম্পাদক উত্তম কর্মকার, কমিউনিটি ম্যানেজমেন্ট সেন্টার কো-অর্ডিনেটর কুমারী মৌ রানী সরকার, আনন্দদায়ক শিশু শিক্ষা প্রকল্পর প্রাক বিদ্যালয় শিক্ষক ইতি আক্তার, লিয়া মনি সহ অনেকে।
আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved