প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৩, ৮:০৬ অপরাহ্ণ
কুড়িগ্রামে নবজাতক শিশুর অভিভাবকদের অরণ্য’র ফলদ বৃক্ষ চারা বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে টিকা ও সেবা নিতে আসা নবজাতকের অভিভাবকদের ফলদচারা বিতরণ করেছে পরিবেশবাদী সংগঠন অরণ্য। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ লিংকন।
এসময় অরণ্য’র সাধারণ সম্পাদক সোহানুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা, আল আমিন মাসুদ, অরণ্য’র উপদেষ্টা নুর আমিন, জুলিয়া জুলকারনাইন, প্রতিনিধি জামিউল ইসলাম জুহান, শরিফুল ইসলাম. উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ খোরশেদ আলম প্রমুখ।
অরণ্য’র সাধারণ সম্পাদক সোহানুর রহমান জানান, সবুজ পৃথিবী গড়তে আমরা নবজাতকের অভিভাবকদের হাতে বৃক্ষচারা তুলে দিয়েছি। মাসব্যাপী আমাদের এই কার্যক্রম বিভিন্ন স্পটে অব্যাহত থাকবে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ লিংকন জানান, এটি নিশ্চয়ই প্রশংসনীয় উদ্যোগ। এ ধরণের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। হাসপাতাল কর্তপক্ষ এ ধরণের কর্মকান্ডে বরাবর উৎসাহ দিয়ে আসছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved