খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ "আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকালে
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালী, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু সায়েম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সদস্যরা অগ্নিকান্ড ও দূর্যোগে প্রতিরোধ ও উদ্ধারকাজের উপর সচেতনতামূলক মহড়া দেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved