নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগের সার্বিক সহায়তায় "কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) শীর্ষক প্রকল্পের অধীনে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি,মেরামত ও রক্ষণাবেক্ষণের উপর কৃষক/যন্ত্রচালক/মেকানিকদের নিয়ে দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১৩ অক্টোবর) দুপুরে নোয়াখালীর সদর উপজেলার আল আমিন বাজার ও সু্বর্ণচর উপজেলার দক্ষিণ শুল্লকিয়া এলাকায় পৃথক পৃথক স্থানে কর্মশালা দুইটি অনুষ্ঠিত হয়।
সরেজমিন গবেষণা বিভাগ নোয়াখালীর বৈজ্ঞানিক সহকারী মো. আবুল হোসেন এর সঞ্চালনায় ড. মোঃ শহীদুল ইসলাম প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ (অঞ্চল-৪) নোয়াখালী এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. নূরুল আমিন, প্রকল্প পরিচালক,এফএমডি প্রকল্প ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, এফএমপিই বিভাগ, বারি, গাজীপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেদী হাসান,কৃষি প্রকৌশলী,এফএমপিই বিভাগ, বারি, গাজীপুর ও ড. মিঞা মো. বশীর,ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ (অঞ্চল -৪), মাইজদী বাজার,নোয়াখালী।
কৃষি খাত কে বানিজ্যিকীকরণে মানসম্মত কৃষি যন্ত্রপাতি প্রস্তুতককরণ ও ব্যবহার সহজকরণ সরেজমিনে দেখানো হয় প্রশিক্ষণার্থীদের মাঝে।
এসময় কৃষক/যন্ত্রচালক/মেকানিকসহ ৪০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
উক্ত প্রশিক্ষণে বারি উদ্ভাবিত বারি বীজ বপন যন্ত্র,বারি রিপার সহ ১৮ ধরনের কৃষিযন্ত্রের উপর হাতে - কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved