প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৫:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৩, ১২:১১ অপরাহ্ণ
বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে মাংস ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা
জিল্লুর রয়েল : বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৯ মে) সকালে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুরহাটে বাবু হোসেন (৪৮) নামের ওই কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ওমরপুর হাটে কসাই বাবু হোসেন বাহির থেকে একটি গরু জবাই করে নিয়ে এসে বিক্রি শুরু করেন। এসময় স্থানীয় লোকজনের সন্দেহ হয় রোগাক্রান্ত বা মরা গরুর মাংস জবাই করে নিয়ে আসা হয়েছে। তাৎক্ষণিক এসংবাদ ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিফা নুসরাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কসাই বাবু হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া প্রায় ১৫ কেজি গরুর মাংস পুঁতে ফেলা হয়।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত বলেন, প্রাণি সম্পদ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ওই কসাইয়ের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া উপস্থিত জনগণের সামনে প্রায় ১৫ কেজি গরুর মাংস পুঁতে ফেলা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved