প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪, ২:৩৮ অপরাহ্ণ
রাজারহাটে সরকারবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও স্বারক লিপি প্রদান
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার সরকারবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সরকারের বিরুদ্ধে বিদ্যালয়ের জমি আত্মসাৎ,নিয়োগ বাণিজ্য সহ একাধিক অভিযোগ তুলে তার অপসারণ চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার ১৫ই অক্টোবর সকাল ১১ঃ০০ঘটিকার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চায়না বাজারে সরকারবাড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন,প্রধান শিক্ষক আসাদুজ্জামান তার আপন ছোট বোন সেলিনা আক্তারের জাতীয় পরিচয়পত্র জালিয়াতির আশ্রয় নিয়ে বয়স কমিয়ে চাকরি দেন। সেটা নিয়ে ভোরের দর্পণ পত্রিকা সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রচার হলে এলাকাবাসীর প্রতিবাদের মুখে পড়ে সেলিনা আক্তার চাকরি থেকে অব্যহতি দিতে বাধ্য হন। একই জমি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে দেখানো সহ বিদ্যালয়ের জমিতে বাড়ি নির্মাণ করার অভিযোগ তোলেন বক্তারা।
এছাড়াও বিদ্যালয়ে অফিস সহকারী পদে চাকরি দেবার কথা বলে বিসামিত্র নামের এক ব্যক্তির নিকট জমি লিখে নেওয়া সহ এক যুগেরও বেশি সময় বিদ্যালয়ে কাজ করিয়ে নেয় প্রধান শিক্ষক। একই অভিযোগ রয়েছে পরিচ্ছন্ন কর্মী পদে রাজু লাল নামের এক ব্যক্তির। তার দাবি প্রায় পনের বছর তাকে দিয়ে বিদ্যালয় সহ ব্যক্তিগত বাসাবাড়ির কাজও করিয়ে নেয় প্রধান শিক্ষক আসাদুজ্জামান। তাকে চাকুরী না দিয়ে ওই পদে মোটা উৎকোচন গ্রহণ করে অন্য একজন কে নিয়োগ দেন।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, সেলিনা আক্তার অবৈধভাবে নেওয়া চাকরির উত্তোলন কৃত বেতন অবিলম্বে রাষ্ট্রে ফেরৎ দিতে হবে। অন্যান্যের মধ্যে উক্ত মানববন্ধনে বক্তব্য দেন উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বিল্লাহ সহ অনেকেই।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে প্রধান শিক্ষক আসাদুজ্জামানের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved