প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৪, ৩:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৪, ৯:৫৯ অপরাহ্ণ
বগুড়ার নন্দীগ্রামে হাট-বাজার মনিটরিং করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হাট-বাজার মনিটরিং করছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম হাট-বাজার মনিটরিং করেন। তিনি জানান, হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে হাট-বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে এবং মুদির দোকানে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আইনুল হক নামে এক মুদির দোকানদারকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন থানার এসআই সরোওয়ার হোসেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved