প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ণ
পাঁচবিবিতে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও দাতা সদস্যের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীবৃন্দের আয়োজনে আজ বুধবার বেলা ১২ টায় বিদ্যালয় চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোজাহিদ ইসলাম, সপ্তম শ্রেণির ছাত্রী বিথী রানী সহ বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীরা বলেন, গত ২১ অক্টোবর দুপুরে পশ্চিম কুটাহারা গ্রামের আমানুল্লাহ্ খান এর পুত্র ওয়াহেদুল্লাহ্ খান আদনান (২৯), ইমজামামুল হক (২৫), পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের নুরনবী (৪০) সহ ১৫-২০ জনের একদল বহিরাগত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক বিদ্যালয়ের শিক্ষক রুম ও অফিস কক্ষে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এ হামলায় স্কুলের শিক্ষক, কর্মচারীদের এলোপাথারীভাবে মারপিট করে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও প্রয়োজনীয় ফাইল তছনছ করে। এসময় ছাত্র-ছাত্রীরা বাঁধা দিলে তাদেরকেও এলোপাথারীভাবে মারপিট করে। তাদের মারপিটে স্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হক, সহকারী শিক্ষক ইছাহাক আলী, মুমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, কম্পিউটার ল্যাব অপারেটর তানজিলা সুলতানা তন্নী, ছাত্র শাকিব (১৬), হাদী, খালিদ, শাহিদ, আরাফাত, মাহবুব হাসান সহ আরো কয়েকজন গুরুতর আহত হয়। এ সংবাদ পেয়ে বিদ্যালয়ের দাতা সদস্য সাজ্জাদ হোসেন সাজু পরিস্থিতি শান্ত করার জন্য এগিয়ে আসলে তাকেও মারপিট করে বাম হাত ভেঙ্গে দেয়। পরবর্তীতে থানা পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা সদর আধুনিক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহতদের মধ্যে ছাত্র আরাফাত ও দাতা সদস্য সাবেক ইউপি মেম্বার সাজুর অবস্থা আশংখ্যাজনক। এ ব্যাপারে প্রধান শিক্ষক এমদাদুল হক বাদী হয়ে ঘটনার দিন পাঁচবিবি থানায় একটি এজাহার দাখিল করেন। এই ঘটনায় বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ও হামলাকারীদের বিচারের দাবিতে আজ এই মানববন্ধন করে শিক্ষার্থীরা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved