পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত সোহাগের দরিদ্র পিতা - মাতার বসবাসের জন্য নির্মিত গৃহ রবিবার বিকালে হস্তান্তর করেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড, শওকত আলী। ওল্ড রাজশাহী ক্যাডেটস এসোসিয়েশন ( অরকা ) এর আর্থিক সহায়তায় আধা পাকা একটি টিনশেড ঘর তৈরি করে নিহত সোহাগের দরিদ্র পিতা মাতার নিকট হস্তান্তর করা হয়, তার পূর্বে, ঢাকায় পুলিশের ছোড়া গুলিতে দুই চোখ হারানো মোঃ মাহাবুল মিয়াকে আর্থিক সহায়তা প্রাদান পূর্বক এক আলোচনা সভা নিহত সোহাগের বাড়ির উঠানে অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার দুপুরে পীরগঞ্জের শানের হাট ইউনিয়নের পাহাড়পুর গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি বিভাগের অধ্যাপক জাজিস মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, রাজশাহী সরকারি কলেজের অধ্যাপক ড. নুরুল ইসলাম সাজু, ক্যাপ্টেন বি এন দো ( অবঃ) জাহানইয়ার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরকা এর সদস্য ইঞ্জিনিয়ার মাহমুদ নাছের, এ সময় তাদের সাথে ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ মেজবাহুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির একেএম ইদ্রিস আলী।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved