জানে আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অধিক ফলনশীল মাহিকো ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের হিরো জাতের হাইব্রিড ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ মে ) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের ভান্ডারদহ গ্রামে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাহিকো ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার কৃষিবিদ মোঃ গোলাম মোস্তফা, বাজার জাত কারি প্রতিষ্ঠান ইয়েস এগ্রো সাইন্স এর এক্সিকিউটিভ অফিসার আল আমিন সরকার,কম্পানির মার্কেটিং ডেভেলপমেন্ট অফিসার ভীষ্বদেব বর্মন, পরিবেশক আনন্দ সাহা, কৃষক এরশাদ আলী ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।এ সময় স্থানীয় ৫০-৬০ জন কৃষক উপস্থিত ছিলেন।
ইয়েস এগ্রো সাইন্সের এক্সিকিউটিভ অফিসার আল-আমিন সরকার বলেন, ইয়েস এগ্রো সাইন্স এর হিরো ৪৫২৩ জাতের ভুট্টা ৩৩ শতাংশের এক বিঘা জমিতে চাষ করতে খরচ হয় ১০ থেকে ১২ হাজার টাকা। আর এক বিঘার জমি থেকে যে ভুট্টা উৎপাদিত হবে তা থেকে ৫০ থেকে ৫৫ হাজার টাকা পাওয়া যাবে ফলে কৃষকরা লাভবান হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved