প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৪, ৫:০১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ণ
পলাশবাড়ী পৌরশহরে যত্রতত্র ব্যানার ফেস্টুনে সয়লাব
গাইবান্ধা প্রতিনিধিঃ জেলার পলাশবাড়ী পৌর শহরে যত্রতত্র বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত ব্যানার-ফেস্টুন ও সাইনবোর্ডে ছেয়ে গেছে। খোঁজ নিয়ে জানা যায় পৌরসভার অনুমোদন না নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যানার-ফেস্টুন রাস্তার দু’ধারে বা উপরে বিদ্যুতের খুঁটিতে ঝুঁকিপূর্ণভাবে টাঙিয়ে শহরের সৌন্দর্য বিনষ্ট করছে এছাড়াও বিজ্ঞাপনের জন্য মানুষের অকৃত্রিম বন্ধু গাছের বুকে পেরেক ঠুকে টাঙানো হচ্ছে ব্যানার, ফেস্টুন। সড়কের পাশের গাছগুলো মানুষের অকৃত্রিম বন্ধু হলেও অসচেতনতার কারণে প্রতিনিয়ত বিজ্ঞাপনদাতাদের নিষ্ঠুরতার শিকার হচ্ছে। গাছে পেরেকবিদ্ধ করে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন লাগানোর ঘটনা দিন দিন বাড়ছে। এতে করে সড়কের পাশের গাছগুলো পড়েছে ঝুঁকির মুখে। এদিকে পৌরসভাও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।
অবৈধ ব্যানার ফেস্টুন নিয়ন্ত্রণকল্পে প্রয়োজন আইনের যথাযত প্রয়োগ।
এতে করে অনেকটাই নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন সচেতন পৌর বাসির অনেকেই।
এবিষয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোঃ আল ইয়াসা রহমান তাপাদার এর দৃষ্টি আকর্ষণ করলে তিনি দ্রুত অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved