প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১০:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৪, ২:১২ অপরাহ্ণ
পাঁচবিবিতে মহিপাল বৌদ্ধবিহারে কঠিন চীবর দান উৎসব
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের সদ্য প্রতিষ্ঠিত মহিপুর মহিপাল উজ্জ্বল বৌদ্ধবিহার প্রাঙ্গনে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোত্তম উৎসব অনুষ্ঠিত হয়।
মহিপুর মহিপাল উজ্জল বৌদ্ধবিহারের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে এই উৎসবকে ঘিরে অষ্ট পরিস্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ছাতনীপাড়া আনন্দ বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত সোমানন্দ মহাথের। উদ্বোধন করেন, মহিপাল উজ্জ্বল বৌদ্ধবিহারের সভাপতি সেলিনা মুর্মু। প্রধান আলোচক ছিলেন,পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক প্রধান ধর্ম দেশক অধ্যক্ষ সুশীল প্রিয় ভিক্ষু। বিশেষ অতিথি ছিলেন, কঠিন ঢীবর দান উৎসব কমিটির সভাপতি দিলীপ মালো।
ধর্ম দেশনা প্রদান করেন বিশেষ ধর্ম দেশক রংপুর মিঠাপুকুর বেনুবন বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত শুভ মিত্র ভিক্ষু, নওগাঁ বদলগাছি ভয়ালপুর বিশ্বনাথ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত চন্দ্র বংশ ভিক্ষু, নওগাঁ বদলগাছি সেনপাড়া জ্ঞানরত্ন মাধবপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ ভিক্ষু ও বারোকান্দ্রী রাহুল সুক্তা বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক বুদ্ধরত্ন সোমেন ভূপেন প্রমুখ। এছাড়াও পঞ্চশীল প্রার্থনা করেন দায়িকা মহিপুর গ্রামের উজ্জ্বলতা মালো ও জুথি টুডু। শেষে অষ্ট পরিস্কারসহ সংঘদান ও এই মন্দিরটির ভূমি দাতা সোবান মুর্মু এবং বাস্তবায়নকারী ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সুপায়ন বড়ুয়ার সৌজন্যে প্রীতি ভোজের মধ্যে দিয়ে এ ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved