প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১০:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৪, ৪:৪৪ অপরাহ্ণ
ফুলবাড়ীতে চাঞ্চল্যকর বাবলুর রশিদ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামী গ্রেফতার
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর বাবলুর রশিদ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামীকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃত ওই আসামীদেরকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ৩নং উত্তর রাবাইতারী ওয়ার্ডের মেম্বার প্রার্থী সাইফুল ইসলাম (টিউবওয়েল ) ও প্রার্থী শাহজালাল হক (তালা ) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। নির্বাচনের কয়েকদিন আগে ২২/১১/২০২১ তারিখ কথা-কাটাকাটির জেরে সাইফুল ও শাহজালালের সমর্থকরা একত্রিত হয়ে বৈদ্যুতিক পাখা মার্কার অপর মেম্বার প্রার্থী মুকুল মিয়ার সমর্থক বাবলুর রশিদকে স্থানীয় বটতলা বাজারে বেদম মারধোর করে। মারধোরে বাবলুর রশিদ মারাত্মক আহত হয়ে জেলার নাগেশ্বরী শাপলা ক্লিনিকে ভর্তি হন। সেখানে চিকিৎসা নিয়ে একদিন পর বাড়িতে এসে মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় নিহত বাবলুর রশিদের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে তালা মার্কার প্রার্থী শাহজালাল হক ও টিউবওয়েল মার্কার প্রার্থী সাইফুল ইসলাম সহ ১১ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামীরা আত্নগোপনে চলে যান। পরবর্তীতে এ মামলায় আদালত ওয়ারেন্ট জারী করলে পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে চার আসামীকে করে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাবিবুর রহমান (৩৯) শাহজালাল হক (৪০) একই গ্রামের আলীমুদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫৩) ও শহিদুল ইসলাম (৪৫)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সানোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতরা ২০২১ সালের একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved