মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের লাউয়াছড়া বনে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়। এঘটনায় হতাহতের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অক্ষত বগিগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের ৩ নং লাইনে রাখা হয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করতে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার শেষ হতে বিকেল হতে পারে বলে জানা যায়। উদ্ধার শেষ হলে সিলেট-আখাউড়া রোডে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। শনিবার (২০ মে) ভোর পৌনে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন ৭২৩ ট্রেন শ্রীমঙ্গল স্টেশন থেকে রাত ৪ টা ৫০ মিনিটে ছেড়ে যায়। এসময় ওই এলাকায় ঝড় তুফান হচ্ছিল। লাউয়াছড়া বনের ভেতর অতিক্রম কালে প্রচন্ড ঝড়ে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তিনি বলেন, সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে উদ্ধারকারী রিলিফ ট্রেন আখাউড়া থেকে এসে দুর্ঘটনাকবলিত ট্রেনের বগিগুলো উদ্ধারে কাজ শুরু করেছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে সন্ধ্যা হতে পারে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved