প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৭:১১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৪, ৮:০০ অপরাহ্ণ
পৌরসভার ময়লা অপসারণের ভ্রাম্যমান ভ্যানের কার্যক্রমের উদ্বোধন
গাইবান্ধা প্রতিনিধিঃ জেলার পলাশবাড়ী পৌরসভার ময়লা আবর্জনা অপসারণের জন্য ভ্রাম্যমান ভ্যান এর উদ্বোধন করা হয়।
১১ নভেম্বর সোমবার সকালে পৌরসভার নিজস্ব কার্যালয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার এর সভাপতিত্বে ময়লা অপসারণ ভ্যানের কার্যক্রম এর প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান, এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসকের সহায়তা কমিটির সদস্য পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলি ভুট্ট,উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আ,ম শহীদ উল্লাহ ভূইয়া, প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর,৫ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলার মোঃ মতিয়ার রহমান প্রমুখ।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি) বলেন প্রাথমিক পর্যায়ে প্রতিদিন ৪নং ওয়ার্ড ও ৫ নং ওয়ার্ড এবং পাশাপাশি ২নং ওয়ার্ড বেলের ঘাট রোডের আংশিক এলাকায় এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানান। পৌর প্রশাসক আরো বলেন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ভ্যান গুলো পাড়া মহল্লায় নিয়ে যাবেন ময়লা অপসারণ কর্মীরা, এবং তারা বাঁশি বাজাবেন যা শুনে একলা বাসী তাদের বাসাবাড়ী,হোটেল ও অফিসের ময়লা আবর্জনা ঐ ভ্যানে দিয়ে দিবেন।আর এই সেবা মূলক কাজের জন্য প্রতি মাসে প্রতি পরিবার কে ৫০ টাকা এবং হোটেল, অফিস ও অনান্য প্রতিষ্ঠান কে ১০০ টাকা করে দিতে হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved