সোহেল সানী : জাতীয় চ্যাম্পিয়নশীপ অন ক্লাইমেট এ্যাকশন প্রতিযোগিতা- ২০২৪ এর জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার অংশ নিয়ে মাধ্যমিক শাখায় বিজ্ঞান প্রজেক্টে প্রথম স্থান অধিকার করেছে দিনাজপুরের পার্বতীপুর বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসে অবস্থিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিযোগীরা।
গত ৮ নভেম্বর ঢাকার বাড্ডায় অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তারুণ্যেও সম্পৃক্ততাই পারে টেকসই ভবিষ্যত বিনির্মাণ করতে প্রতিপাদ্যকে সামনে রেখে জিস্ট (জিইআইএসটি) ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ওই প্রতিযোগিতার আয়োজন করে। এতে বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসে অবস্থিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিযোগীরা সেভ এন্ড সাসটেইনেবল সোসাইটি নামক প্রজেক্ট নিয়ে প্রতিযোগিতা অংশ নেন। এ প্রতিযোগি দলে ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী নুরেন ইউসুফ, মুন্তাসসিরা নাবিলা ও মাহমুদ ইকবাল মিতুল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে মেডেল তুলে দেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত এইচ. ই মি. ঘনশ্যাম ভান্ডারী।
জাতীয় চ্যাম্পিয়নশীপ অন ক্লাইমেট এ্যাকশন প্রতিযোগিতা-২০২৪ এর জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মাধ্যমিক শাখায় বিজ্ঞান প্রজেক্টে প্রথম স্থান লাভকারী দিনাজপুরের পার্বতীপুর বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসে অবস্থিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিযোগীরা নেপালে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। আগামী ২৬-৩১ ডিসেম্বর নেপালের কাঠমুন্ডু ইউনিভার্সিটিতে ওই চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে ১৯ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের সহযোগিতায় রংপুর বিভাগীয় প্রতিযোগিতা নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved