প্রতিনিধি হিলি দিনাজপুর ঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সহ ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ১৪ নভেম্বর বিকেলে হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ফ্যাক্টরিতে নিষিদ্ধ পলিথিন তৈরি ও অবৈধ বিদ্যুৎ সংযোগ এর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফ্যাক্টরির মালিক তারেকুল ইসলাম কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ফ্যাক্টরিতে উৎপাদিত পলিথিন ও মালামাল জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে নিলামের মাধ্যমে এসব মালামাল বিক্রি ও পলিথিন ধংস করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় জানান, সরকারী নির্দেশনা অনুযায়ী পলিথিনের বিরুদ্ধে অভিযান করা হয়েছে। জেলা পরিবেশ অধিদপ্তরের সমন্বয়য়ে আজকের এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুনায়েত আমীন রেজা, থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই সুজা মিয়া, খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান স্বপন মিয়া, ইউপি সদস্য বিনুল সহ অনেকে।
*** এমএন/এমপা***
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved