মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি সার পাচারকালে ২৬ বস্তা সার উদ্ধারসহ তিন প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার ও এক কৃষককে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর ২টা পর্যন্ত উপজেলার রাণীগঞ্জ ও ডুগডুগি বাজার এলাকায় চলে এ অভিযান।ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার,উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান ও পুলিশ উপ-পরিদর্শক কাজল রায়সহ পুলিশের একটি টিম আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে কৃত্রিম সংকট সৃষ্টি করে এলাকার কৃষকদের বরাদ্দকৃত সার অসাধু ডিলার অন্য উপজেলায় পাচার করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে একটি নসিম থেকে DAP, MOP ও TSP ২৬ বস্তা সার জয়পুরহাট জেলার দিকে যাওয়া সময় জব্দ করা হয়। এসময় সারের মালিক কৃষক পরিচয় দানকারী জয়পুরহাটের আব্দুল আজিজকে ৩ হাজার টাকা এবং ওই সার বিক্রিতা রাণীগঞ্জ বাজারের সারের ডিলার বজলুর রশিদ বাবুকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার কারণে উপজেলার ডুগডুগি বাজারের আমিনুল রহমান বোরহানকে ৫ হাজার এবং মূল্য তালিকা না ঝুলানোর কারণে সুজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে উদ্ধার করা সার ডুগডুগি বাজারের একটা সারের ডিলারের মাধ্যমে সরকারি মূল্যে বিক্রি করার অনুমতি দেওয়া হয় এবং বিক্রির টাকা ওই কৃষকের কাছে ফেরত দেওয়ার জন্য বলা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, উপজেলার সব সারের ডিলার এবং কীটনাশক ব্যবসায়ীকে সকল নিয়ম কানুন মেনে চলতে কঠোর সতর্কীকরণ করা হয়েছে। কেউ যাতে সারের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেদিকে আমরা নজর রেখেছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার বলেন, এক উপজেলার সার আরেক উপজেলায় নিয়ে যাওয়ার কারণে ক্রেতা ও ডিলারকে ২৩ হাজার এবং দুইজন কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এ অভিযান চলমান থাকবে বলে জানান।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved