প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ৬:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৭:০০ অপরাহ্ণ
ফুলবাড়ীতে শীতের শুরুতেই পড়ছে ঘন কুয়াশা
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতের শুরুতেই ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। আজ ১৬ নভেম্বর শনিবার অগ্রহায়ণ মাসের প্রথম দিন। আজই ঘন কুয়াশার কারনে সকাল সাড়ে ১১টা পর্যন্ত সুর্য দেখা যায়নি। অন্যান্য বছরের তুলনায় এ বছর আগেভাগেই বিশেষ করে গত দুইদিন থেকে ঘন কুয়াশার কারনে শীতের তীব্রতাও বেড়েছে। ঘন কুয়াশার কারনে সড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
জেলার রাজারহাট উপজেলা কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শনিবার সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ অন্য দিনের চেয়ে কুয়াশা বেশি পড়েছে। এখন যতই দিন যাচ্ছে ততই শীত বাড়ছে। চলতি মাসের শেষের দিকে কুয়াশা ও শীত আরও বাড়তে পারে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved