প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৯:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৩, ৮:২৭ অপরাহ্ণ
খেলা ধুলা মানুষের শারীরিক ও মানুষিক মেধা বিকাশে সহায়তা করে- মেয়র পলাশবাড়ী পৌরসভা
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বলেছেন মাদক সন্ত্রাস জঙ্গিবাদসহ সামাজিক অপরাধ প্রবনতা নির্মুলে খেলা ধুলার বিকল্প নেই।খেলা ধুলা মানুষের শারীরিক ও মানষিক মেধা বিকাশে সহায়তা করে।আগামী প্রজম্নকে মাদক মুক্ত রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার দিকে নজর রাখতে হবে।
২০ মে শনিবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী এস এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ এর আঞ্চলিক পর্যায়ে অনুর্ধ্ব ১২ গাইবান্ধা জেলা ফুটবল দলের ১০ দিন ব্যাপি প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমী ফুটবল খেলোয়ার তৈরীতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খেলোয়ার কল্যান সমিতির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশন গাইবান্ধা জেলা সদস্য বাপ্পি,পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক স্বীকৃত কোচ সুরুজ হক লিটন,পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমীর সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved