প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১০:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ৫:৫৭ অপরাহ্ণ
পাঁচবিবিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে এক পরিচিতি ও মতবিনিময় সভা করলেন জয়পুরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোছাঃ আফরোজা আকতার চৌধুরী।
আজ বুধবার বেলা ১১টায় টায় পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।
মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ আফরোজা আকতার চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ মোঃ কাওসার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু,বণিক সমিতির সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন আবু চৌধুরী, পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক আবু হাসান, নছির মন্ডল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উদ্দিন, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি আয়েশা আক্তার ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আল মামুন সানি প্রমুখ।
সভায় বক্তারা মাদক নিয়ন্ত্রণ,ট্রাফিক পুলিশ ব্যবস্থা চালু, জমির উর্বর মাটি কর্তন, অবৈধ বালু উত্তোলন, জোরপূর্বক জমির ধান কর্তন, ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ,বেপরোয়া ডাইভিং, অনলাইন জুয়া, কৃষকদের নিকট সুষ্ঠুভাবে রাসায়নিক সার বিক্রয় ও শিক্ষার্থীদের এন্ড্রয়েড ফোন ব্যবহারে সতর্কতা সহ নানা দিক নিয়ে আলোকপাত করেন এবং তার পক্ষে যেগুলো সম্ভব তা সমাধানের আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved