ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সদ্য যোগদানকৃত সরকারি কৌঁসুলি ও পাবলিক প্রসিকিউটর বজলুর রশিদকে সংবর্ধনা দিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন ফুলবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ উপলক্ষে শুক্রবার(২২ নভেম্বর) বিকালে রাবাইতারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে গোলাম মুর্তজা বকুলের সঞ্চালনায় ও রাবাইতারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল হক মনির সভাপতিত্বে এক সংবর্ধনা, পরিচিত ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে সদ্য যোগদানকৃত সরকারি কৌঁসুলি ও পাবলিক প্রসিকিউটর বজলুর রশিদ, জেলা ও দায়রা জজ আদালত কুড়িগ্রামের অ্যাডভোকেট আশরাফুল হক, সহকারী সরকারি কৌঁসুলি মোরশেদুল হক খন্দকার, অ্যাডভোকেট আব্দুল বারেক, ফুলবাড়ী উপজেলার সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান খন্দকার, শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী ক্লে, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মশিউর রহমান, বড়ভিটা ইউনিয়ন বিএনপির আহবায়ক জহুরুল হক, ভাঙ্গামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব বেলাল হোসেন ব্যাপারী, খড়িবারি বাজার শাখা বিএনপির সভাপতি রজব আলী শেখ, ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফু্ল ইসলাম সরকার, সাবেক যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, ছাত্রনেতা তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
পাবলিক প্রসিকিউটর জনাব বজলুর রশিদ বলেন, বিগত ১৭ বছর এদেশে আইনের শাসন বলতে কিছুই ছিল না। দেশের প্রত্যকটি জায়গায় ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দলীয় লোকজন বসিয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। আইনের শাসনকে কবর দিয়ে দেশটাকে কারাগারে পরিণত করেছিলেন। জনগণের ভোটের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিএনপি গত ১৭টি বছর যাবৎ আন্দোলন করছেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved