প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৭:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৩, ৯:৩৪ অপরাহ্ণ
হাবিপ্রবিতে গুচ্ছ বি ইউনিট ভর্তি পরীক্ষায় ৯৮ শতাংশ উপস্থিতি
হাসনাত সানি হাবিপ্রবি প্রতিনিধি :
গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২৩ এ বি ইউনিটে হাবিপ্রবি কেন্দ্রে ৯৮ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। শনিবার(২০ মে) কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান।
এসময় উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষার্থী-অভিবাবকদের দুর্ভোগ কমাতে এবারেও অনুষ্ঠিত হচ্ছে গুচ্ছ ভিত্তিক ভর্তি পরীক্ষা। অন্যান্য কেন্দ্রের মতো হাবিপ্রবিতেও বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো।
তিনি আরো বলেন, শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীরাও বেশ উৎসাহ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কোনো প্রকার অসঙ্গতি পরিলক্ষিত হয়নি।
উল্লেখ্য, এ বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় হাবিপ্রবি কেন্দ্রে দশ হাজারের অধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করার কথা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved