৬ ইসরাইলি সৈন্যের আত্মহত্যা : হাজারো সদস্য মানসিক যন্ত্রণায়
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : গাজা থেকে ফিরে সম্প্রতি অন্তত ছয় ইসরাইলি সেনা সদস্য আত্মহত্যা করেছেন। ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি শুক্রবার এক প্রতিবেদনে দাবি করেছে, গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননে দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে সৃষ্ট গুরুতর মানসিক যন্ত্রণাই তাদের আত্মহত্যার প্রাথমিক কারণ।
প্রতিবেদন অনুয়ায়ী, আত্মহত্যাকারী সৈন্যের প্রকৃতি সংখ্যা আরো বেশি হতে পারে। কেননা বছরের শেষ নাগাদ প্রকাশ করার প্রতিশ্রুতি সত্ত্বেও ইসরাইলি সামরিক বাহিনী এখনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করেনি।
প্রতিবেদনে ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে বৃহত্তর মানসিক স্বাস্থ্য সঙ্কটের কথা তুলে ধরা হয়েছে। হাজার হাজার সৈন্য সামরিক মানসিক স্বাস্থ্য ক্লিনিক বা ফিল্ড সাইকোলজিস্টদের কাছ থেকে সাহায্য চেয়েছে, আক্রান্তদের প্রায় এক তৃতীয়াংশ পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের (পিটিএসডি) লক্ষণ দেখা যাচ্ছে।
ধারণা করা হচ্ছে, মানসিক আঘাতে ভুগছেন এমন সৈন্যের সংখ্যা যুদ্ধে শারীরিক আঘাতপ্রাপ্তদের ছাড়িয়ে যেতে পারে।