মক্কায় যখন হামলা হয়েছিল
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেই সময় মক্কায় এসেছিলেন হজ যাত্রার জন্য। সেটা ছিল মহরমের প্রথম দিন, তারিখটা, ১৯৭৯ সালের ২০ নভেম্বর। স্থানীয়দের পাশাপাশি পাকিস্তান, ইন্দোনেশিয়া, মরক্কো ও ইয়েমেন থেকে আসা হজযাত্রীদের ভিড়ে ভর্তি হয়ে গিয়েছিল মক্কার সবচেয়ে বড় মসজিদ।
এই ভিড়ের মধ্যে কিছু বিদ্রোহীও উপস্থিত ছিলেন, তাদের মাথায় বাঁধা ছিল লাল রঙের চেক কাটা কাপড়। এদের মধ্যে কয়েকজন বেশ কয়েকদিন ধরেই মসজিদের ভেতরের নক্সা বুঝে নিচ্ছিলেন- কোনদিকে দালান রয়েছে আর কোনদিকে রাস্তা।
এদের মধ্যে কেউ কেউ আবার সেইদিনই গাড়িতে করে স্ত্রী-সন্তান নিয়ে মক্কায় পৌঁছেছিলেন, যাতে তাদের বিষয়ে নিরাপত্তাকর্মীদের মনে কোনোরকম সন্দেহ তৈরি না হয়। এদের অধিকাংশই সৌদি আরবের বেদুইন ছিলেন।