বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক, জাতীয় সাংবাদিক সংস্থা‘র প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মোনাজাত
পিরোজপুর প্রতিনিধিঃ বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক, জাতীয় সাংবাদিক সংস্থা‘র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলতাফ হোসেন এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৩ নভেম্বর) বিকালে পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহরের সিআই পাড়া সড়কে (সদর সার্কেল অফিস সংলগ্ন) জাতীয় সাংবাদিক সংস্থা‘র অস্থায়ী কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মোনাজাত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা‘র জেলা শাখার আহবায়ক হাসান মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন। প্রধান বক্তা ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। গেষ্ট অব অনার ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খায়রুল ইসলাম, সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, কাজী মাহমুদুল হাসান, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন ও যমুনা টেলিভিষন এস এম তানভীর আহমেদ, সহকারী মহাসচিব হাসান সরদার জুয়েল, অর্থ সচিব আবেদ আলী। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক পিরোজপুরের কথা‘র প্রকাশক ও সম্পাদক মো. জহিরুল হক টিটু, জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপত ও এডিশনাল পিপি ওয়াহিদ হাসান বাবু, সাংবাদিক শাহা নেওয়াজ সুমন, এস এম নুরুদ্দিন, মেহেদী হাসান সোহাগ, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, আর টিভি প্রতিনিধি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, বিডি নিউজ ২৪ জেলা প্রতিনিধি হাসিবুল ইসলাম হাসান, ইনডেপেনডেন্ট টিভি তামিম সরদার, গাজী নাসির উদ্দিন সেলিম, নিয়াজ মোর্শেদ সহ উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় সংবাদিক সংস্থার জেলা শাখার সদস্য সচিব মো: মনিরুল ইসলাম চৌধুরীর অনুষ্ঠানের সঞ্চালনা করেণ।
বক্তারা জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রবীণ এবং গুণী সাংবাদিক, লেখক ও গবেষক মরহুম আলতাফ হোসেনর বর্ণাঢ্য কর্মময় জীবন ও তাঁর মহান এবং মহৎ কর্মগুলো নিয়ে আলোচনা করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
সে সময় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ সহ সংগঠনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয় ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।