প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৪:০২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৩, ৩:৫৫ অপরাহ্ণ
লালমনিরহাটে ঔষধী উদ্ভিদের চাষাবাদ ও চাষ পরবর্তী সংগৃহীত অংশের সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
মোঃ লাভলু শেখ লালমনিরহাট: লালমনিরহাটে "ঔষধী উদ্ভিদের চাষাবাদ ও চাষপরবর্তী সংগৃহীত অংশের সংরক্ষণ" শীর্ষক ওয়ার্কশপ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৮ মার্চ সকাল ৯টায় লালমনিরহাটের বি. ডি. আর রোডস্থ মুন স্টার রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতি এবং মেডিসিনাল প্লান্টস্ এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল এর যৌথ আয়োজনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর লালমনিরহাট জেলার ঔষধ তত্বাবধায়ক মোঃ হাফিজুর রহমান মিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটির সাধারণ সম্পাদক হাকীম মোঃ রেজাউল করিম। আলোচক ছিলেন বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি রংপুর বিভাগের সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক হাকীম মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক হাকীম মোঃ আতাউর রহমান, বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি নীলফামারী জেলার সভাপতি হাকীম মোঃ মাসুদুর রহমান দুলু। বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক হাকীম মোঃ সোলায়মান হোসেন প্রমুখ। এ সময় বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি লালমনিরহাট জেলা শাখা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষণ অধিবেশনের চেয়ারপারসন ছিলেন বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি রংপুর বিভাগের সভাপতি মোঃ রবিউল ইসলাম। এতে প্রশিক্ষক ছিলেন বি. ইউ. এম. এস. (ঢাবি)র ডাঃ আরিফুল ইসলাম।
সমাপনী ও সনদ বিতরণী অধিবেশনে বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর লালমনিরহাট জেলার ঔষধ তত্বাবধায়ক মোঃ হাফিজুর রহমান মিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটির সাধারণ সম্পাদক হাকীম মোঃ রেজাউল করিম।
এ ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
পরে বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি লালমনিরহাট জেলা শাখা কমিটির সভাপতিঃ হাকীম মোঃ আশরাফ আলী ও সাধারণ সম্পাদকঃ হাকীম মোঃ মজিবর রহমানকে নির্বাচিত করে ১৯সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved