আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে গাছ কেটে ও তালা ভেঙে জায়গা দখল নেওয়ার ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে জাহেদুল ইসলাম নামের এক ব্যক্তি এই অভিযোগ করেন। দখল ফিরে পেতে তিনি আদমদীঘি থানা, সান্তাহার পৌরসভা ও দুপচাঁচিয়া সেনা ক্যাম্পে চার জনের নাম উল্লেখ করে পৃথক অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২০১৭ সালের ২৪ মে নওগাঁ-নাটোর বাইপাস সড়কের সান্তাহার পৌর শহর অংশে ৭ শতাংশ জায়গা কিনেন জাহেদুল ইসলাম। এরপর তিনি জায়গাটি ইটের দেওয়াল দিয়ে ঘিরে কাঁঠাল বাগান করেন। রক্ষানাবেক্ষনের জন্য কাদের নামের স্থানিয় এক বাসিন্দাকে রাখেন। শুধু তাই নয়, জাহেদুল সম্পত্তিটি প্রাইম ব্যাংক পিএলসি নওগাঁ শাখায় বন্ধক দিয়ে ঋন গ্রহনও করেন। গত ৮ আগস্ট রাত ৮টায় নওগাঁর দোগাছী গ্রামের নুর আলম মানিক, তার বোন শাহিন পারভীন, শামীমা পারভীন ও তার মা নুরজাহান বেগম বেআইনীভাবে জায়গাটির বাউন্ডারী ওয়ালের গেটের তালা ভেঙে ফেলে এবং পরের দিন ২৫-৩০টি কাঁঠাল গাছ কেটে ফেলেন। এছাড়া তারা সেখানে নতুন একটি তালা ঝুলিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved