মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ২০২৫ সালে বসতে যাচ্ছে আইপিএলের ১৭তম আসর। আসন্ন আসরকে সামনে রেখে রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে মেগা নিলাম। এবারের আইপিএলের মেগা নিলামে শুরুতেই রেকর্ড গড়ছিলেন ভারতের শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ারের গড়া রেকর্ড ৩০ মিনিটও টিকলো না। অনুমিতভাবেই খানিক পর তা ভেঙে দিলেন সতীর্থ ঋষভ পান্ত। ২৭ কোটি রুপিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টে নতুন ঠিকানা পেলেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ মূল্য পাওয়া ক্রিকেটার এখন তিনি।
পান্তকে নিজেদের দলে পেতে শুরু থেকেই লড়াইয়ে নামে একাধিক ফ্র্যাঞ্চাইজি। লক্ষ্ণৌর সঙ্গে ১০ কোটি রুপি পর্যন্ত লড়াই করে হাল ছাড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে হায়দরাবাদ চালিয়ে যায় লড়াই। দুই দলের তুমুল লড়াইয়ে চড়তে থাকা দাম ২০ কোটি ৭৫ লাখ রুপি উঠলে হাল ছাড়ে সানরাইজার্স। তবে রাইট টু ম্যাচ অপশনের সুযোগ নিয়ে নিলামে অংশ নিতে চায় পান্তের পুরনো দল দিল্লি। লক্ষ্ণৌ পান্তের জন্য নতুন দর ২৭ কোটি রুপি ঠিক করলে দিল্লি আর আগ্রহ দেখায়নি।
আজ সৌদি আরবের জেদ্দায় শুরু হওয়া দুইদিনব্যাপী নিলামে এর আগে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তীব্র লড়াইয়ে ব্যাটার শ্রেয়াসকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নেয় পাঞ্জাব কিংস। শ্রেয়াস ভেঙেছিলেন আগেরবারের নিলামে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে বিক্রি হওয়া মিচেল স্টার্কের রেকর্ড। গত বছর সর্বোচ্চ মূল্য পাওয়া অস্ট্রেলিয়ার পেসার এবার নিলামে পেয়েছেন ১১ কোটি ৭৫ লাখ। তাকে নিয়েছে দিল্লি।
নিলামের আগেই ধারণা করা হচ্ছিল, সর্বোচ্চ মূল্য পেতে পারেন পান্ত। উইকেটরক্ষক ও বিস্ফোরক ব্যাটারের পাশাপাশি নেতৃত্বগুণও আছে তার। নেতৃত্বগুণের কারণে চড়া মূল্য পেয়েছেন শ্রেয়াসও।
এবারের আইপিএলের দুই দিনব্যাপী মেগা নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। তবে আজ তোলা হবে মাত্র ৮৪ জনকে। নিলাম থেকে মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved