বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বিলিভার্স ইষ্টান চার্চ কর্তৃক পরিচালিত হোপ ফর চিলড্রেন এর আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পড়াশোনা পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ সাধনে এবং দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে বিনামূল্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৬ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী যেমন ক্রিকেট ব্যাট,স্টাম্প,বল, দাবা,লুডু,ক্যারম,ব্যাট মিন্টন, হ্যান্ডবল, ভলিবল, দোলনা, ১ জোড়া ফুটবল উপহার দেওয়া হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিজপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলিমুদ্দিন,দামাইক্ষেত্র স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক আসাদুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপিকা রানী, সহকারী শিক্ষক ও
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো আসাদুজ্জামান (বাবু),হোপ ফর চিলড্রেন বীরগঞ্জ উপজেলার প্রজেক্টের কো-অর্ডিনেটর হাবেল হেমরম সহ আরো অনেকেই।
খেলনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমল-মতি শিশুরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। পড়াশোনার পাশাপাশি একমাত্র খেলাধুলায় পারে অন্যায়, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে।এজন্য সবাইকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে তাহলে শরীর ও মন ভালো থাকবে পাশাপাশি মানসিক বিকাশ সাধিত হবে। আর হোপ ফর চিড্রেন এর শিশুদের খেলার সামগ্রী উপহার দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান অনেকেই।