কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পায়রা বন্দরে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ্য পরিবারের অধিগ্রহণের টাকা পরিশোধ না করেই বন্দর কর্তৃপক্ষ কৃষি জমি লিজ দেয়ার প্রক্রিয়া শুরু করায় উত্তপ্ত হয়ে উঠেছে কলাপাড়ার লালুয়া। এ ঘটনায় আজও হাজার হাজার ক্ষতিগ্রস্থ্য পরিবার বিক্ষোভ সমাবেশ করেছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় লালুয়ার হাসনাপাড়া আবাসনে কৃষি জমি লিজ দেয়া বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যরা বলেন, তারা পায়রা বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে কৃষি জমি লিজ দেয়া বন্ধের দাবিতে হাইকোর্টে একটি রিট করেছেন। কিন্তু এরমধ্যেই বন্দর কর্তৃপক্ষ ৫১ জনকে এক হাজার ১১৮ একর কৃষি জমি লিজ দিয়েছে। অথচ লালুয়ার জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ্য ৭৫ ভাগ পরিবারের অধিগ্রহণের কয়েকশ কোটি টাকা এখনও তুলতে পারেনি।
গ্রামবাসীর দাবি, পায়রা বন্দর কর্তৃপক্ষ যদি বন্দরের উন্নয়নের স্বার্থে জমি ব্যবহার করে তাতে তারা বাঁধা দেবেন না। কিন্তু টাকা পরিশোধের আগে তাদের কৃষি জমি লিজ দেয়া হলে তারা তা প্রতিহত করবেন।
ভক্সপপ-০১
লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাসের সভাপতিত্বে জমি লিজ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়ে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মজিবুর প্যাদা, রাইসুল ইসলাম টিপু বিশ্বাস, মাওলানা নাইমুল ইসলাম নাইম, মোঃ জসিম উদ্দিন, কৃষক মোঃ বাবুল আক্তার, মোঃ সোবাহান মৃধা প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved