প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ১২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ণ
পলাশবাড়ী থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
গাইবান্ধা প্রতিনিধিঃ জেলার পলাশবাড়ীতে গত ২০ নভেম্বর জামায়াত বিএনপির মধ্যেকার কয়েক ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। ঘটনাটি ঘটেছে স্থানীয় চৌমাথা মোর গাইবান্ধা সড়ক উপজেলা গেইট এলাকায় যা থানা হতে ২০০ গজ দূরত্বেরও কম হবে, বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ড ৫টি ও ভাঙচুর করা হয়েছে ৩টি মোটরসাইকেলসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান।
ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনার সময় পথচারী ও ব্যবসায়ীসহ উভয় পক্ষের কমপক্ষে ১২/ ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
উপজেলা পরিষদের গেটে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনার সূত্রপাত হলে পরে উভয় দলের নেতাকর্মীরা সমাগম হলে চৌমাথা মোড়েও হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এসময় দীর্ঘ সময় ধরে যানচলাচলও বন্ধ হয়ে পরে।
এসময় দেশীয় অস্ত্র হাতে চৌমাথা মোড়ের রংপুর-ঢাকা মহাসড়কে মহড়া দেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। ঘটনার সময় পলাশবাড়ী থানা পুলিশ নীরব থাকলেও খবর পেয়ে রাত ৮ টার দিকে সেনাবাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় নেতাকর্মীরা সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সেনাবাহিনীর আশার পূর্ব মুহূর্তে কেন পুলিশ তার দ্বায়িত্ব পালন করে নাই এনিয়ে জনসাধারণের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা ও মিশ্র প্রতিক্রিয়া,পুলিশের উপস্থিতি নিয়ে জানতে চাইলে উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক বলেন পুলিশ এসেছে তবে একটু দেরিতে এসেছে, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছামাদ মন্ডল বলেন পুলিশ সময় মতো আসলে ক্ষয়ক্ষতির পরিমান আরো কম হতো বলে জানান। পুলিশের উপস্থিতি নিয়ে জনগণের মিশ্র প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলি ভুট্ট বলেন আমরা ছিলাম তবে ফোর্স কম থাকায় এবং পরবর্তীতে ফোর্স আসায় আমরা মুভ করি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
উল্লেখ্য উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামায়াতপন্থি রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে পরিষদের সদস্যদের অনাস্থা প্রস্তাব ঘিরে বিএনপি-জামায়াতের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বিরোধটি সৃষ্টি হয়।
জুলাই আগষ্ট ছাত্র জনতা আন্দোলন পরবর্তী দেশের অন্নান্য থানার মতো স্থবির হওয়া পলাশবাড়ী থানা চালু হলেও গতি নেই পুলিশের কার্যক্রমে নেই আগের মতো তৎপরতা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved