প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ১০:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৪:৩৪ অপরাহ্ণ
হোমনায় জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা ও সাংবাদিকদের মতবিনিময়
হোমনা প্রতিনিধিঃ হোমনায় কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মো. আমিরুল কায়সারের সঙ্গে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর একটায় পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছেরের সঞ্চালনায় উপস্থিত কর্মকর্তাগণ তাদের নিজ নিজ পরিচয় দেন। শেষে ইউএনও কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসক আমিরুল কায়সার মতবিনিময় করেন। এর আগে জেলা প্রশাসক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ শাহ আলমের কবর জিয়রত করতে উপজেলার অনন্তপুর গ্রামে যান। সেখানে শহীদ শাহ আলমের কবর জিয়ারত শেষে তার পরিবারের সঙ্গে কিছু সময় কাটান। পরে হোমনা কফিল উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় ও থানা পরিদর্শন করেন।
জেলা প্রশাসক আমিরুল কায়সার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপজেলার নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ও বিনোদন কেন্দ্রের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved