মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : অভিনেত্রী শার্লিন চোপড়া সম্প্রতি নিজের জীবনের এক যন্ত্রণাদায়ক ঘটনার কথা জানালেন এক বিরল রোগে ভুগছেন। এর কারণে কোনওদিনও সন্তান ধারণ করতে পারবেন না তিনি। অর্থাৎ নিজের গর্ভ থেকে সন্তানের জন্ম দিতে পারবেন না। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সিস্টেমেটিক লুপাস ইরাথেমেটাস বা ‘এসএলই’-এ আক্রান্ত শার্লিন।
এই রোগে কথা প্রথম ২০২১ সালে জানতে পারেন শার্লিন। এক ধরণের অটোইমিউন রোগ এটি। যার ফলে শার্লিনের কিডনি বিকল হয়ে পড়েছিল। এই রোগের কোনও চিকিৎসা নেই, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই একমাত্র পারে একে ঠেকিয়ে রাখতে।
লুপাসে আক্রান্ত রোগী সুস্থ যৌনজীবন বজায় রাখতে পারলেও সন্তানধারণের সিদ্ধান্ত মৃত্যুর কারণ হতে পারে, একথা চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন শার্লিনকে। তাই নিজে গর্ভবতী হতে পারবেন না শার্লিন।
শার্লিন জানিয়েছেন, মা হতে আগ্রহী তিনি। অন্তত চার-পাঁচটা সন্তানের মা হতে চান। বাচ্চা ভালোবাসেন অভিনেত্রী। তার কথায়, ‘ভারতে কোন কোন বিকল্প রাস্তা আমার সামনে খোলা রয়েছে মা হওয়ার সেগুলো পর্যালোচনা করছি। খুব শিগগিরই হয়ত গুড নিউজ দেব’।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved