প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ৬:১৮ অপরাহ্ণ
পাঁচবিবিতে ১ হাজার ৮০ বোতল নকল সিনকারা সিরাপসহ ১জন আটক
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবিতে পুলিশের অভিযানে ৩০ কার্টুন ১হাজার ৮০ বোতল নকল সিনকারা সিরাপসহ ১জন গ্রেপ্তার হয়েছে।
পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ মোঃ কাওসার আলীর নির্দেশে আজ সোমবার রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই মাসুম আহাম্মেদের নেতৃত্বে একদল পুলিশ পাঁচবিবির তিনমাথা টু পাঁচমাথা সড়কের পাশে দমদমা লাঙ্গলহাটি নামক স্থানে একটি বাড়িতে অভিযান চালিয়ে স্বনামধন্য হামদর্দ ল্যাবরেটরিজের শারীরিক মানসিক ও জীবনীশক্তি বর্ধক নকল ১হাজার ৮০ বোতল সিনকারা সিরাপ জব্দ করে। সেই সাথে হামদর্দ ল্যাবরেটরীজের নিম্নমান সহকারী পঞ্চগড় জেলার বোদা উপজেলার সরকারপাড়া (চন্দনবাড়ি) গ্রামের মোঃ হায়দার আলী পুত্র মোঃ রঞ্জুরুল ইসলাম (৪৩)কে আটক করে। আজ সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যই জানালেন এস আই মাসুম আহমেদ। সে দীর্ঘদিন থেকে হামদর্দ ল্যাবরেটরীজের পাঁচবিবি শাখায় নিম্নমান সহকারি হিসেবে চাকুরি করার পাশাপাশি অতিগোপনে তার ভাড়া বাসায় এই নকল সিনকারাগুলো তৈরি করে বাজারজাত করে আসছিল। এমন গোপন সংবাদ পায় কোম্পানির লোকজন। অবশেষে কোম্পানির লোকজনই তাকে পুলিশে ধরিয়ে দিলেন। এ ব্যাপারে কোম্পানির পক্ষ থেকে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আটক নিম্নমান সহকারী রঞ্জুরুল ইসলাম এ পর্যন্ত কোম্পানির প্রায় ৫৯ লক্ষ টাকার হিসাব গড়মিল করেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved