প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ৬:২৭ অপরাহ্ণ
ঝিনাইগাতীতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত -২
শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জান্নাত আক্তার (২২) ও ইসমত আরা (২৫) নামে দুই নারি আহত হয়েছে। রবিবার (১ডিসেস্বর) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার জেরে ইসরাফিল ওরফে ধলার স্ত্রী হনুফা বেগম বাদী হয়ে তিন ব্যক্তিকে স্বনামে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। আসামীরা হলো একই এলাকার শামছুল হকের ছেলে মো. মুন্নাফ(৪৫), এবং তার দুই ছেলে নুর জালাল(২৫) ও নজরুল ইসলাম(২৭)।
থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা গেছে, বাদী ও বিবাদীদের আবাদী জমি পাশাপাশি থাকায় প্রতিবছর আসামীরা বাদীদের জমিতে জবর দখল করে মাটি ভরাট করে বেদখল করে। প্রতিবছরের ন্যয়
রবিবার (১ডিসেস্বর) সকালে একই কায়দায় মুন্নাফ এবং তার দুই ছেলে নুর জালাল ও নজরুল ইসলাম সহ অন্যান্যরা মিলে ইসরাফিল ওরফে ধলার জমিতে মাটি ভরাট করে জবরদখলের চেষ্টা করে। এসময় ইসরাফিল ওরফে ধলার পরিবার তাদের এই জবরদখলে বাঁধা দিতে গেলে
মুন্নাফ এবং তার দুই ছেলে নুর জালাল ও নজরুল ইসলাম সহ অন্যান্যরা অর্তকিত ভাবে দেশীয় লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারাক্তক ভাবে আহত হয়
ইসরাফিল ওরফে ধলার দুই মেয়ে জান্নাত আক্তার ও ইসমত আরা। এসময় আসামীরা জান্নাত আক্তারের গলায় থাকা একটি ৬আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদেরকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে অত্র মামলার বাদী
মোছা. হুনুফা বেগম জানান, আমার স্বামীর জমি জবরদখল করে মাটি ভরাট করে বেদখলের চেষ্টা করে
মুন্নাফ এবং তার দুই ছেলে নুর জালাল ও নজরুল ইসলাম সহ অন্যান্যরা। তাদেরকে বাঁধা দিতে গেলে তারা আমার দুই মেয়েকে পিটিয়ে আহত করা সহ একটি স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে সুষ্ট তদন্ত সাপেক্ষে এর ন্যায় বিচার কামনা করছি।
অপরদিকে অত্র মামলার বিবাদী মুন্নাফ ও তার ছেলেদের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এই বিষয়ে একটি অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved