কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে গ্রামবাসী। মঙ্গলবার সকাল আটটার দিকে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রাম থেকে তাদের আটকের পর কলাপাড়া থানায় সোপর্দ করে।
আটককৃত ডাকাত সদস্যরা হলো ছগির হাওলাদার, রাহাত ফকির, মনির ডাকুয়া, সফিক গাজী, আবুল কাসেম মৃধা ও রাকিবুল খান। এদের মধ্যে দুইজনের বাড়ি গামইরতলা গ্রামে ও চার জনের বাড়ি পার্শ্ববর্তী আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, মঙ্গলবার ভোর রাতে গামইরতলা গ্রামের ব্যবসায়ী রাসেল হাওলাদারের বাড়িতে ডাকাতি হয়। এসময় ডাকাতদলের সদস্যরা ওই বাড়িতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে নগদ টাকা ও স্বর্নালংকার লুটে নেয়।
পরে গ্রামবাসী একজোট হয়ে ডাকাত দলের সদস্য কাসেমের বাড়ি থেকে তাদের আটক করা। পরে তাদের পুলিশে সোপর্দ করে ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাসেমের বাড়িতে আটককৃতদের আসা যাওয়া ছিলো।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম আরও জানান, আটক ডাকাতদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন চিহ্নিত ডাকাত ও একাধিক মামলার আসামি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved