মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধা ৭ টায় শহরের মৌলভীবাজার রোডস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় পিস ফ্যাসিলিটেটর গ্রæপ (পিএফজি) শ্রীমঙ্গলে উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্ঠা উপজেলা দুপ্রক সভাপতি প্রবীন সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে ও স্থানীয় কোÑঅডির্নেটর সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর পিএফজি প্রকল্পের কেন্দ্রীয় কোÑঅডির্নেটর মো: নাজমুল হুদা, সিলেট বিভাগীয় ফিল্ড কোÑঅডিনের্টর আকলিমা চৌধূরী। বক্তব্য রাখেন পিস এ্যাম্বসেডর মো: জহির আহমেদ শামীম, কাজী আসমা, উপদেষ্ঠা মো: মাহবুব রেজা, সদস্য সাবেক জেলা পরিষদ সদস্য হেলেনা চৌধূরী, ইউপি চেয়ারম্যান মো: মিছুলু আহমেদ চৌধূরী, মো: আনহারুল ইসলাম, মো: শামীম আহমেদ, মাওলানা এম এর রহিম নোমানি, মো: ছাইফুর রহমান, দেবব্রত দত্ত হাবুল ও সাংবাদিক নূর মোহাম্মদ সাগর প্রমুখ। সভায় দেশের সামাজিক সম্প্রীতি নিয়ে আলাপ আলোচনা হয়। বাংলাদেশের বিরুদ্ধে এবং প্রতিবেশী রাষ্ট্রে অবস্থতি রাষ্ট্রের মিশন ও সম্পদ নষ্ট ও জাতীয় পতাকায় আগুন ও পদদলিত করার নিন্দা জানানো হয়। দেশে সচেতন মানুষকে এবং বিশেষ করে পিএফজি’র নেতৃবৃন্দদের সামাজিক সম্প্রীতি রক্ষায় আরো ভুমিকা রাখার আহবাণ জানানো হয়। সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের সাথে সম্মিলিত ভাবে সামাজিক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন কর্মসুচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved