প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ১০:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪, ১০:৪৪ অপরাহ্ণ
পাঁচবিবিতে বিধবা প্রতিবন্ধীর সম্পত্তি জবর-দখলের অভিযোগ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ৩৫ বছর ধরে এক প্রতিবন্ধী বিধবার সম্পত্তি জোরপূর্বক জবর-দখলের অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগে উপজেলার কোকতারা গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী বিধবা প্রতিবন্ধী মোছাঃ রোজিনা বেগম বলেন,উক্ত মৌজার খতিয়ান নং ২২০/ ৩৭৩ দাগ নং ৩৫০ এর ১২ শতাংশ ধানি জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হই ৩৫ বছর পূর্বে। বাদী দরিদ্র হওয়ায় তার সরলতার সুযোগ নিয়ে একই গ্রামের বিবাদী আব্দুল মান্নান ওই সম্পত্তি জবরদখল করে চাষাবাদ করে খাচ্ছে দীর্ঘদিন থেকে। এ ব্যাপারে সম্পত্তি ফিরে পেতে স্থানীয় ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ করেন রোজিনা বেগম। স্থানীয় ইউনিয়ন পরিষদ কাগজপত্র যাচাই করে তার পক্ষে রায় দেন। এ রায়ের প্রেক্ষিতে বিবাদী চলতি আমন মৌসুমে তার জমিটি ছেড়ে দিতে অঙ্গীকার করেও সে কথা রাখেনি। এমতাবস্থায় আজ সোমবার সকালে উক্ত বিবাদী মেসিট্রাক্টর এনে ওই জমিতে চাষ শুরু করে। তা দেখে বাদি রোজিনা বেগম জমিতে গিয়ে ট্রাক্টরওয়ালাকে নিষেধ করলে তাকে আটকে রেখে সম্পূর্ণ জমি হাল চাষ দেয় এবং বাদিকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে বিবাদী।নিরুপায় হয়ে সম্পত্তি উদ্ধার চেয়ে আজ সোমবার দুপুরে ২জনকে বিবাদী করে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন রোজিনা বেগম। তিনি আরো বলেন, ২ নং বিবাদী মোঃ এনামুল হক আমাকে মেসিট্রাক্টরের চাপা দিয়ে মারার চেষ্টা করেছে। এই জন্য তাকে আসামি করেছি। মারার চেষ্টা করার বিষয়ে জানতে চাইলে ২ নং বিবাদী এনামুল হক বলেন, আমি তাকে মারার চেষ্টা করিনি। সরে যেতে বলেছিলাম। আর আব্দুল মান্নান ভাইয়ের হুকুমে আমি এই জমিটি চাষ করেছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিবাদী আব্দুল মান্নান বলেন,এই জমিটি আমাদের ৪ ভাইয়ের সম্পত্তি। রোজিনারাই দখল করার চেষ্টা করছে।
এব্যাপারে পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ কাওসার আলী বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved