প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ১১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪, ১০:৪৭ অপরাহ্ণ
রাজারহাটে স্বপ্ন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে স্বপ্ন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ ডিসেম্বর দুপুর দুই ঘটিকায় স্বপ্ন সুপার শপ এর আয়োজনে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মানাবাড়ী বটতলা ক্রিকেট মাঠে এই টুর্নামেন্টের আসর শুরু হয়। খেলার উদ্বোধন করেন বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আজিজুল ইসলাম। উক্ত টুর্নামেন্টে মোট আট টি দল অংশ করে। আজকের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বটতলা ক্রিকেট একাদ্বশ বনাম ডাংরারহাট ইয়াং স্টার ক্লাব একাদ্বশ উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দিতা করেন।খেলা শুরুর আগে খেলার উদ্বোধনী এক বক্তব্যে প্রধান অতিথী বিদ্যানন্দ বিএনপির সাধারন সম্পাদক আজিজিল ইসলাম বলেন তরুণ সমসজ কে বিভিন্ন খেলা ধুলায় ব্যস্ত রাখতে হবে তাহলে মাদক সহ অন্যান্য অসামাজিক কাজ হতে বিরত রাখা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যানন্দ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হযরত আলী,বিদ্যানন্দ যুবদলের যুগ্ন আহবায়ক বাবলু মিয়া,যুগ্ন আহবায়ক মিলন মিয়া,বিদ্যানন্দ ছাত্রদলের সাধারন সম্পাদক শিমুল বিশ্বাস সহ স্থানীয় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খেলার অন্যতম আয়োজক স্বপ্ন সুপার শপের স্বত্বাধিকারী নাজমুল ইসলাম সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন তরুন প্রজন্মকে মাদক মুক্ত রাখতে এবং তাদের মেধাবিকাশে আমার এই ক্ষুদ্র আয়োজন। সামাজের দায়িত্বশীল মানুষেরা যদি আমাকে সহযোগীতা করে তাহলে প্রতি বছর এই ধরনের টুর্নামেন্টের আয়োজন আমি অব্যাহত রাখবো।খেলার সার্বিক সহযোগিতা করেন সাংবাদিক আনিছুর রহমান আনাছ,সাকিব,শাওন সহ স্থানিয় স্বেচ্ছাসেবীরা।এই রিপোর্ট লেখা পর্যন্ত খেলা চলমান থাকায় বিজয়ী দলের নাম নিশ্চিত হওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved