মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করেছে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখা।
মঙ্গলবার ( ১০ ডিসেম্বর) আসক ফাউন্ডেশন কার্যালয় থেকে র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
পরে আসক ফাউন্ডেশনের সভাপতি মোছাদ্দিক আহমেদ এর সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
সভায় ঊপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশনের সহ সভাপতি গোলাম রহমান মামুন, মো: সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আমজাদ হোসেন বাচ্চু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক ঝলক দত্ত, শিক্ষক আবুল কাশেম, সাংবাদিক গোলাম কিবরিয়া জুয়েল।
এছাড়াও উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল হক লোকমান, মো: ছালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান জুয়েল, অর্থ সম্পাদক মো: আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুস সোবহান, সমাজ কল্যাণ সম্পাদক মো: শাহিন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ গোলাম মোস্তফা, সাবেক সদস্য অজয় সিং, এবাদুর রহমান লুলুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মানবাধিকার সংরক্ষণ ও জন মানুষের কল্যাণে বিশেষ অবদান রাখায় ফাউন্ডেশনের সভাপতি মুছাদ্দিক আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন বাচ্চুকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved