দিনাজপুর হিলি প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় আজ ১১ ডিসেম্বর হিলি মুক্ত দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। দিবস টি উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও হাকিমপুর পৌরসভার উদ্দোগে আজ সকাল সাড়ে ১০ টায় একটি বর্ণঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ভারত সীমান্তবর্তী মুহাড়াপাড়া এলাকায় শহীদ মিত্র বাহিনী ও মুক্তিযোদ্ধাদের স্বরণে নির্মিত সম্মুখ সমর সৃতি স্তম্ভে এসে শেষ হয়।
পরে সম্মুখ সমর সৃতি স্তম্ভে ফুলদিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধাঞ্জলির পর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৭১ সালের এই দিনে ভারতীয় মিত্র বাহিনী ও মুক্তিযোদ্ধারা ভারত সীমান্তবর্তী হিলিতে পাক সেনাদের বিভিন্ন অস্তানায় আকাশ ও স্থলপথে একযোগে আক্রমন করে। প্রচন্ড যুদ্ধের পর ৭নং সেক্টরের আওতায় হিলি পাক শত্রু মুক্ত হয়। উক্ত সময় এখানে পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে ৩৪৫ জন ভারতীয় মিত্র বাহিনীর সদস্য ও অগনিত নাম না জানা মুক্তিযোদ্ধা শহীদ হন।
হিলি মুক্ত দিবস উপলক্ষে প্রতি বছর ১১ই ডিসেম্বর নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়ে আসছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved